শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালাল গ্রেপ্তার



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২১ ২:৪৫ : অপরাহ্ণ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, হেফাজত নেতা মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ নিয়ে হেফাজতের সাত কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৪ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দুই সহকারী মহাসচিব সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর ১৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ এপ্রিল মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর