শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

সরকার আর করোনাভাইরাস উভয়ই দানবে রূপ নিয়েছে: ফখরুল



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২১ ৭:৪৫ : অপরাহ্ণ

বর্তমান সরকারকে করোনাভাইরাসের সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে দুইটা দানবের হাতে আমরা পড়েছি। একটা দানব হচ্ছে-আমাদের এই সরকার, ‍যারা আজকে অন্য দেশের স্বার্থ হাসিল করছে। আরেকটা দানব হচ্ছে করোনাভাইরাস, সেটা আমাদেরকে…শুধু আমাদেরকে কেন, গোটা বিশ্বকে আক্রান্ত করছে।’

আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ভয়াবহ সময় অতিক্রম করছে। এতো কঠিন সময় এদেশে মানুষ কখনো অতিক্রম করেনি। বাংলাদেশকে অত্যন্ত সুপরিকল্পিভাবে তার স্বাধীনতা-সারভৌমত্বকে হরণ করে নিয়ে, গণতন্ত্রবিহীন করে দিয়ে এখানে জনগণের অধিকারগুলোকে কেড়ে নেয়া হচ্ছে। দেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে যারা কথা বলেন তাদের নিখোঁজ করে দেয়া হচ্ছে অথবা আটকিয়ে রাখা হচ্ছে।’

‘ইলিয়াস আলী আমাদের জন্য প্রেরণা’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়া, গুম করে দেয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে এবং এটা করেই প্রথমে বাংলাদেশী জাতীয়তাবাদী যে শক্তি সেই শক্তিকে দুর্বল করে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আজকে বাংলাদেশের এই পরিস্থিতির আমরা যারা একটা পরিবর্তন আনার চেষ্টা করছি, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, তাদেরকে কিন্তু একইভাবে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে।’

দল ও সংগঠনকে টিকিয়ে রাখার পাশাপাশি শক্তিশালী করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্ব পাচ্ছি। সব নেতাকে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে পারছি এবং বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে। এত অত্যাচার, নির্যাতন-নিপীড়নের পরেও এখন পর্যন্ত বিএনপি থেকে কেউ চলে যায়নি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর