রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২১ ১২:৩০ : অপরাহ্ণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডমারা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন পাঁচ শ্রমিক। এ সময় আহত হয়েছেন অন্তত ২৩ জন।
আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-রনি (২২), আহমেদ রেজা (১৮), শুভ (২৪), মো. রাহাত (২২) এবং হাবিবুল্লাহ (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়লা বিদ্যুৎকেন্দ্রটিতে কয়েক দিন ধরে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বেতনভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের পাশাপাশি এলাকাবাসীও সংঘর্ষে যোগ দেয়।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, কয়লা বিদ্যুৎকেন্দ্রটিতে বেতন ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সকালে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। বৈঠক চলার সময় দাবি-দাওয়া আদায় নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২৩ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ ছয় থেকে সাতজনকে চট্টগ্রাম মেডিক্যালে আনা হলে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্যদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিক্ষোভরত শ্রমিকদের ওপর একপর্যায়ে পুলিশ গুলি চালায়। সংঘর্ষের পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিদ্যুৎকেন্দ্র ঘিরে ঘিরে রেখেছে ৩০ থেকে ৩৫ হাজার গ্রামবাসী। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ এপ্রিল এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হন। বাঁশখালীতে ১ হাজার ২২৪ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের কাজ করছে এস আলম গ্রুপ।