শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২১ ২:২০ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলছেন, ‘লকডাউনের নামে সরকার দেশে ক্র্যাকডাউন (কঠোর ব্যবস্থা) চালাচ্ছে। এই সুযোগে মিথ্যা মামলা দিয়ে নতুন করে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল দাবি করেন, ‘২৬ মার্চ দেশের বিভিন্ন জায়গাতে সহিংসতার ঘটনায় এরই মধ্যে ১৯১ জনকে আটক করা হয়েছে। হেফাজতের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে জড়ানো হচ্ছে। অজ্ঞতনামা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজার হাজার নেতা-কর্মীদের।’

তিনি বলেন, ‘জনসমর্থন নেই বলে পবিত্র রমাজান মাসেও গ্রেপ্তার-নির্যাতনের হীন কার্যে লিপ্ত রয়েছে। লকডাউনের সুযোগ নিয়ে বিরোধী নেতা-কর্মীদের নির্যাতনে নেমেছে সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর্তৃত্ববাদী, নির্যাতনকারী, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। যা ১৯৭০ এর পর থেকে এ পর্যন্ত এদেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং নেবে না।’

মির্জা ফখরুল হুঁশিয়ার করে বলেন, ‘এই সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় এই ফ্যাসিস্ট সরকারকে এর কড়া মূল্য দিতে হবে।’

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া এখনো ভালো আছেন, তার নেগেটিভ কোনো উপসর্গ দেখা যায়নি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর