শনিবার, ২৯ জুন, ২০২৪ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২২ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

যার পেটে খাবার নেই সে কি লকডাউন মানবে, ফখরুলের প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২১ ৩:২৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লকডাউন নিয়ে সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, ‘যার পেটে খাবার নেই সে কি লকডাউন বা করোনা মানবে? করোনা কি তাকে আটকাতে পারবে? সাধারণ মানুষের তো খাবারের ব্যবস্থা করতে হবে।’

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সমন্বয়হীনতার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা বলছি, অকার্যকর একটা শাটডাউন এটা। যে যেভাবে পারছে যাচ্ছে। পোশাক কারখানা খোলা রাখছে অথচ ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোডম্যাপ নেই। এই যে সাতদিন লকডাউন তারপরে কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘রমজানকে সামনে রেখে সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর, সব কিছুর দাম ক্রয়সীমার বাইরে। সরকার ২০০৮ সালে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আর এখন চালের দাম কত সবাই জানে। এটার একটা উদ্যোগও তারা নিয়েছিল, তবে সাধারণ মানুষ নয় আওয়ামী লীগের লোকজন সেই সুবিধা পেয়েছে।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকারের দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে, একদলীয় শাসনের কারণে প্রশাসনসহ কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। বিএনপির লোকজন, যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দুঃশাসনে নিঃস্ব হয়ে গেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘২৬ মার্চের ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করছে। এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন করছে। বাকস্বাধীনতার অধিকার সবার আছে, অথচ সরকার বিরোধী মত দমন করতে একের পর এক আইন করছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোথাও কোনো সরকার টিকে থাকতে পারেনি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর