শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

অমিত শাহকে কড়া জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২১ ১১:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘বাংলাদেশের গরীব মানুষ এখনও খেতে পাচ্ছে না’-বাংলাদেশকে নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অমিত শাহকে একহাত নিয়েছেন তিনি। বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না। এখানে কোনো মঙ্গাও নেই।’

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন এসব কথা বলেন।

মঙ্গলবার অমিত শাহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন কলকাতার আনন্দবাজার পত্রিকা।

‘গত ১০-১৫ বছরে বাংলাদেশের আর্থিক উন্নয়ন হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশের লোকজন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে?’-আনন্দবাজারের এই প্রশ্নের জবাবে বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছয়নি। যে কোনও পিছিয়ে-পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটা প্রথম কেন্দ্রে হয়। আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছয়। গরিবদের কাছে নয়। এখন বাংলাদেশে সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না।’

বাংলাদেশকে নিয়ে অমিত শাহের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, দেখেও দেখেন না। জেনেও জানেন না। তবে তিনি (অমিত শাহ) যদি সেটা বলে থাকেন, আমি বলবো- বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ তাদের দেশ থেকে অনেক এগিয়ে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের ৫০ শতাংশ লোকদের ভালো কোনো বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে। তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের লক্ষাধিক লোক বাংলাদেশে চাকরি করে। তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা যদি এ ধরনের চিন্তা করে থাকেন, তাহলে আমি বলব- তাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর