শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ওয়াক্ত ও তারাবীর নামাজে ২০ জনের বেশি মুসল্লী নয়, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২১ ৭:৩৮ : অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্ত নামাজ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন করবে।

আজ সোমবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। তবে জুমআর নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা বেঁধে দেয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুমুআর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লীগণ অংশগ্রহণ করবেন। এছাড়া মুসল্লীগণকে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দুআ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতিতে সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ অবস্থায় প্রতি ওয়াক্ত নামাজ ও তারাবিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে গত ৫ই এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লীদের প্রতি আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে মসজিদে সেহরী ও ইফতার আয়োজন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর