শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে আবারও করোনা হাসপাতালে আগুন, মৃত্যু ৪


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২১ ১১:১৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতে আবারও করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি করোনা হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লাগে। এতে ওই হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন রোগীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নাগপুরের কোভিড ওই হাসপাতালটিতে ৩০ শয্যা বিশিষ্ট সুবিধা রয়েছে; যার মধ্যে ১৫টি ছিল নিবিড় পরিচর্যা ইউনিটের শয্যা।

পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। হাসপাতালটি খালি করা হয়েছে।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে।

এ ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখেছেন, ‘হঠাৎ নাগপুরের হাসপাতালে আগুন লেগে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

এর আগে গত মাসেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা যায়। তারও আগে গত বছর ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে হাসপাতালে আগুন লেগে কমপক্ষে নয়জন মারা গিয়েছিল।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর