শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২১ ৫:৩৬ : অপরাহ্ণ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

আজ (৯ এপ্রিল) শুক্রবার সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর ঘোষণা দিয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে।

অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি। তার মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই বেদনার সঙ্গে রানী তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানির অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি।’

শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে যে, রানি তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করেছেন। শুক্রবার সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।
এ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনি ও ১০ প্রপৌত্র রয়েছে।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, তিনি অগণিত তরুণকে উৎসাহিত করেছেন। প্রিন্স ফিলিপ রাজ পরিবার ও শাসনের হাল ধরতে সাহায্য করেছিলেন, যাতে করে এটি আমাদের জাতীয় জীবনে ভারসাম্য ও শান্তি নিশ্চিত করতে পারে। এই মৃত্যুতে আমার হৃদয় দুঃখ ভারাক্রান্ত হয়েছে।

বরিস জনসন বলেন, যুক্তরাজ্য এবং কমনওয়েলথভুক্ত অঞ্চলগুলোসহ সমগ্র বিশ্বেই নতুন প্রজন্মের মানুষদের ভালোবাসা পেয়েছিলেন প্রিন্স ফিলিপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের একজন ছিলেন তিনি। যুদ্ধের সময় তিনি যা শিখেছেন তা দিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে দেশের অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন বলে মন্তব্য করেন বরিস জনসন।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর