সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

নাসিরনগরে আ.লীগের অফিসে হামলা-ভাঙচুর



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০২১ ১১:৫০ : পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা অফিসে টানানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদের ছবি ভাঙচুর করে। এছাড়া অফিসের চেয়ার ও টেবিলসহ দরজা-জানালা ভাঙচুর করেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ধরমন্ডল চকবাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ হামলা-ভাঙচুরের সঙ্গে স্থানীয় জামায়াত ও হেফাজতে ইসলামের লোকজন জড়িত।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী জানান, জামায়াত-শিবির ও হেফাজতের লোকজন অতর্কিতভাবে এ হামলা চালিয়েছে। তবে কী কারণে তারা হামলা করলো সে বিষয়টি জানার চেষ্টা চলছে।

ধরমণ্ডল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, ‘কিছুদিন আগে জামায়াত-শিবির ও হেফাজতের লোকজন মোদি বিরোধী মিছিল বের করতে চায়।এ সময় স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা তাদের বাধা দেন। এ কারণে তারা মিছিল করতে পারেননি। এর জের ধরে তারা আজ দলবদ্ধভাবে এসে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে।’

নাসিরনগর থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কেন এমন ঘটনা ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর