নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২১ ৩:০৪ : অপরাহ্ণ
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নুরুল ইসলাম জেহাদী, যুগ্ম-মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমসহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মোদী বিরোধী আন্দোলনের পর ব্যাংকে কী পরিমাণ অস্বাভাবিক লেনদেন হয়েছে তা দেখতে গেল বৃহস্পতিবার তাদের হিসাব তলব করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের একটি সংস্থার চাহিদার প্রেক্ষিতে গত বৃহস্পতিবারই তাদের হিসাবের বিষয়ে তলব করা হয়। এই নেতাদের মধ্যে হেফাজত আমির, মহাসচিব, যুগ্ম-মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ছাড়াও আল-হাইয়্যাতুল উলিয়া বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও যাত্রবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, হেফাজতের নায়েবে আমির মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ রয়েছেন।