শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ইসলামী দল

বায়তুল মোকাররম প্রাঙ্গণে হেফাজতের বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ৩:২৩ : অপরাহ্ণ

নরেন্দ্র মোদির সফরবিরোধী কর্মসূচি ও হরতালে সারাদেশে নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। নামাজ শেষে ১টা ৪০ মিনিটের দিকে মসজিদের উত্তর পাশের গেটে সীমানার ভেতরে সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা । সমাবেশে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তবে সমাবেশকে ঘিরে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ‘দেশব্যাপী হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে। কেউ যদি চিন্তা করেন, বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন তাদের বলবো, আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’

তিনি বলেন, ‘আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই, গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই- যথাযথ তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা আমাদের ওপর হামলা করেছে, তারা কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি তার জবাব চাই।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর লালবাগ ও চকবাজারের ২টি মাদ্রাসা থেকে পুলিশ ৫৯০টি ছুরি জব্দের বিষয়ে মামুনুল হক বলেন, ‘মাদ্রাসায় সংরক্ষিত ছুরিগুলো কোরবানির কাজে ব্যবহৃত হয়। এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নাই। মিডিয়াগুলোর আরো দায়িত্বশীল হওয়া দরকার। যথাযথ ঘটনা তুলে ধরা তাদের দায়িত্ব। আর ভুলক্রমে সাংবাদিকদের ওপর হেফাজতের কিছু কর্মী হামলা করে থাকতে পারে। আমরা এজন্য কেন্দ্রীয়ভাবে দুঃখ প্রকাশ করছি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর