শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

দ্রব্যমূল্যের যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত: ফখরুল



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ৮:৪২ : অপরাহ্ণ

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেছেন, ‘আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে, ইতোমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে-এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সব সময় ব্যর্থ হয়েছে। কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট তৈরি করে। যে কারণেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।’

আজ শুক্রবার (২ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। করোনা পরিস্থিতির কারণে রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের পক্ষের সরকার নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা জনগণের বিরুদ্ধের সরকার। আওয়ামী লীগের মূল লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন, বাকশালের ন্যায় একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আগেও বলেছি, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসত, লুট করত আর চলে যেত। এরাও ঠিক একইভাবে লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে। সেখানে দেশের সম্পদ পাচার করে দিচ্ছে।’

টেলিফোনে নিপুণ রায়ের গাড়ি পোড়ানোর নির্দেশ দেওয়ার অডিও কথোপকথন বানোয়াট দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকায় হেফাজতের ডাকা হরতালের দিনে গত ২৮ মার্চ বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই দিন একটি বেসরকারি টিভি চ্যানেল জনৈক আরমানের সঙ্গে তাঁর কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে, যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা, বানোয়াট এবং ভিত্তিহীন। নিপুণ রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, সক্রিয় মানবাধিকারকর্মী; সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারে না।’

সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এ দেশের তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াসহ সব বন্দি রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির আহ্বান জানাচ্ছি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর