শনিবার, ২৯ জুন, ২০২৪ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২২ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

তাইওয়ানে টানেলের ভেতরে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৩৬


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ১২:০৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তাইওয়ানে টানেলের ভেতরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭২ জনেরও বেশি। তাদের মধ্যে ৬০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছ।

আজ শুক্রবার (২ এপ্রিল) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তাইওয়ানের যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, ৩৫০ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিল টারোকো এক্সপ্রেস নামের ট্রেনটি। কিন্তু স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই ঘটে দুর্ঘটনা। টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি। হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের তাইটুংগামী ট্রেনটি উত্তর হুয়ালিয়ানের একটি সুরঙ্গে প্রবেশের পর এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে সুরঙ্গের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনটি সাড়ে তিনশ যাত্রী বহন করছিল। ৪০৮ নাম্বারের ট্রেনটি দেশটির দ্রুততম ট্রেনগুলোর একটি। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

এর আগে ২০১৮ সালে তাইওয়ানে একটি ট্রেন দূর্ঘটনায় একশ ৭৫ জন মারা গিয়েছিল।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর