সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ১৪ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ৬:০২ : অপরাহ্ণ

চট্টগ্রামে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার (২ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রাজনীতি সংবাদকে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ঘোষণার পর পরই অভিযানে নেমে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মমিনুর রহমান বলেন, আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম নগরীতে ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার ছাড়া রেস্টুরেন্ট, শপিং সেন্টারসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।

জেলা প্রশাসক জানান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় এ বিধিনিষেধ প্রযোজ্য। তবে অচিরেই পুরো জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি মনিটরিং করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তি দেওয়া হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর