বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

রিজভীর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হলো আইসিইউতে


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২১ ৪:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রিজভীর অক্সিজেন লেভেল কমে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) আইসিউতে নেয়া হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেনের লেভেল কমে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। কিছুক্ষণ পর অক্সিজেনের লেভেল আরও কমে গেলে দ্রুত আইসিইউতে নেয়া হয়।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রুহুল কবির রিজভীর করোনা ধরা পড়ে। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। গতকাল বুধবার (৩১ মার্চ) তৃতীয়বারের মতো পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর