শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর হাইভোল্টেজ লড়াই



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ

আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ৩০টি আসনের ভোটগ্রহণ চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে সবার নজর নন্দীগ্রামে। কেননা ভোট ঘোষণার আগে থেকেই যে এই আসন ‘ভিভিআইপি’। সব আলোও কেড়েছে এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির প্রচার।

বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কারণ এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হয়েছেন। মমতার প্রতিদ্বন্দ্বী তারই একসময়ের অনুগত শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) হয়ে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়। সবমিলিয়ে আসনটি হাই-প্রোফাইল আসনে পরিণত হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, চার জেলাতে ভোট হলেও দ্বিতীয় দফার এই ভোটে উত্তাপ ছড়াচ্ছে নন্দীগ্রাম। রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও বেশ কৌতূহলের সঞ্চার করেছে হেভিওয়েট আসনটি।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃতীয় স্থানে থাকা বিজেপি ২০১৯-এর লোকসভা ফলের নিরিখে দ্বিতীয় হয়ে যায়। আর এ বার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। প্রার্থী সে দিন তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারী। উল্টো দিকে তৃণমূলের ভোট-কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বৃহস্পতিবার আরও ২৯ আসনে ভোটগ্রহণ থাকলেও সব আলো পূর্ব মেদিনীপুরে এই গ্রামীণ কেন্দ্রে।

অনেক তারকা প্রার্থী আছেন দ্বিতীয় দফার ভোটে। কিন্তু নন্দীগ্রামের দুই প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সদ্য সাবেক সহযোদ্ধা শুভেন্দু অধিকারীর লড়াইয়ের দ্যুতিতে তারকারাও ফিকে হয়ে গেছেন।

শুভেন্দু অধিকারী ১ লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন। এই প্রথম নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জামানত জব্দ করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, আসলে দুই প্রতিপক্ষের লড়াই নয়, এটা এখন ‘প্রেস্টিজ ফাইট’-এ পর্যবসিত হয়েছে যা এবারের নির্বাচনের লড়াইকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

মমতা যে দিন নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক তার পরপরই বিজেপি শুভেন্দুকে এই আসনে প্রার্থী ঘোষণা করে। এতে বিধানসভার এই নির্বাচনের ২৯৪ আসনের সব মধ্যমণি হয়ে ওঠে এই আসন।

নন্দীগ্রামবাসীর আজকের রায়ই ঠিক করে দেবে ২ মে হাসিটা কার মুখে থাকে- তৃণমূল নেত্রী মমতা নাকি সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর।

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য গোটা নন্দীগ্রামকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর