নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২১ ১২:০২ : পূর্বাহ্ণ
মহামারী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাংগঠনিক সকল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বুধবার (৩১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উদাসীনতায় কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। এ প্রেক্ষিতে স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ, নেতাকর্মী, সমর্থকদের সমাগম ঘটে- এমন ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।
তবে, মোবাইল ফোন, সামাজিক মাধ্যম ও অ্যাপস ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, আজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় করোনা সংক্রমন পরিস্থিতি নিয়ে নেতারা আলোচনা করেন। পরে তারা কর্মসূচি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ১ এপ্রিল যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সম্মিলিতভাবে ডাকা সারাদেশে যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিন সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এই স্থগিতের কথা জানানো হয়।