শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামের বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২১ ১২:৩০ : অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রামের সকল বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারসহ সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মমিনুর রহমান বলেন, করোনা সংক্রমণ রেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে জেলা প্রশাসন বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে চট্টগ্রামের পতেঙ্গা সৈকত, পারকি, ফ’য়স লেক, চিড়িয়াখানা, সকল কমিউনিটি সেন্টার এবং জনসমাগম ঘটে এমন স্থানগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, আপাতত হোটেল ও বিপনি কেন্দ্র খোলা থাকবে ৫০ ভাগ উপস্থিতি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। এসব কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম মাঠে কাজ করবে।

আগামী রোববার থেকে এ ব্যাপারে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে বলেও জানান জেলা প্রশাসক মমিনুর রহমান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর