রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ মার্চ, ২০২১ ৯:৪৫ : পূর্বাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দুই দিন পর যান চলাচল শুরু হয়েছে। রোববার (২৮ মার্চ) রাত ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর থেকে ওই সড়কটি অবরোধ করে রেখেছিল হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নিয়েছিল কওমি শিক্ষা প্রতিষ্ঠানটির হাজারো ছাত্র।
প্রশাসনের পক্ষ থেকে বার বার চেষ্টা করা হলেও মাদ্রাসার ছাত্ররা সড়ক ছেড়ে যায়নি।
শুক্রবার প্রথমে তারা সড়কের উপর বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। কিন্তু শনিবার সকাল থেকে সেখানে ইটের দেয়াল তুলে দেয় তারা। শুধু তাই নয়, সড়কের দুটি স্থান খুঁড়ে ফেলে তারা। এরপর থেকে শুধু যান চলাচল নয়, সাধারন মানুষের হাঁটা চলাও বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষজন।
গতরাতে দেয়ালটি অপসারণ করা হয়েছে। সড়কের কয়েকটি স্থানে করা গর্ত ভরাটের কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।