বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ইসলামী দল

হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২১ ৬:২৫ : অপরাহ্ণ

হরতালের সময় আর বাড়ায়নি হেফাজতে ইসলাম। তবে সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে প্রাণহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সোমবার দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

আজ রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এ কর্মসূচি ঘোষণা করেন।

শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু ওইদিন সাধারণ মানুষের আন্দোলনে প্রশাসন গুলি চালিয়েছে। যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছিল।

উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ এবং পরদিন রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। গত শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

হেফাজতের ডাকা হরতালে আজ রোববার দেশের বিভিন্ন জায়গায় অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর