বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় অঘোষিত কারফিউ চলছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২১ ২:৩০ : অপরাহ্ণ
Bangladesh’s Mahmudullah (L) walks off the pitch with teammate Mustafizur Rahman (R) following their loss in the third one-day international (ODI) cricket between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on March 26, 2021. (Photo by Marty MELVILLE / AFP)
Rajnitisangbad Facebook Page

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুরো ঢাকায় অঘোষিত কারফিউ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকের এই দিনে ঢাকা শহরে যে অবস্থা, এটা আমরা প্রত্যাশা করিনি। স্বাধীনতার ৫০ বছরের এই দিনে পুরো ঢাকায় অঘোষিত কারফিউ চলছে। জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণকে বাদ দিয়েই আজকে এই দিনটি সরকার উদযাপন করছে।’

আজ শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। তার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সেই সময় মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজ স্বাধীনতার ৫০ বছর পরও আমরা দেখছি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন। আজ স্বাধীনতার ৫০ বছর পরে তিনি বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারের হাতে বন্দী রয়েছেন। আমাদের গণতন্ত্রের রাজনীতির অর্জন হচ্ছে এটা। ৫০ বছর পরেও আমরা স্বাধীন নই। একথা আমরা বার-বার বলছি।’

আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এজন্য দেশের মানুষকে এখন আর স্বাধীন বলতে পারি না। আমাদের স্বাধীনতা বিপন্ন ও শৃঙ্খলিত। আমরা শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য সংগ্রাম করছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ভারত বন্ধু দেশ হলেও আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি সীমান্তহত্যা বন্ধ করছে না তারা। অথচ সরকার ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দিয়েছে।’

বিএনপির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে জানান বিএনপি মহাসচিব।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর