শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মোদির আগমনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ-সংঘর্ষ, আটক ৩৪



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২১ ৫:০০ : অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদী কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া সাত পুলিশ সদস্যও আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চার পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল বেলা ১২টার দিকে পল্টন মোড় থেকে ভিপি নুরের নেতৃত্বে মোদী বিরোধী মিছিল বের হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে।

মিছিলটি নটেরডেম কলেজের সড়ক হয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।

ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ছোঁড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে আলোচিত ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলামসহ কমপক্ষে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। তবে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি নুরের ফেইসবুক স্ট্যাটাসে দাবি করা হয়েছে যে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৬ মার্চ) দুইদিনের সফরে বাংলাদেশে আসবেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর