রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২১ ১০:২০ : পূর্বাহ্ণ
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে জানা-শোনার মধ্যে এটিই সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী।
পরিবারের দাবি, পুলিশের গুলিতে ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে খিন মায়ো চিত নামের ওই শিশুটির মৃত্যু হয়েছে।
স্থানীয় গনমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনারা তার বাবাকে গুলি করলে কোলে থাকা শিশুটির শরীরে গুলি লাগে। এতে ওই শিশুটির মৃত্যু হয়। তার ১৯ বছরের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে মান্দালয়ে ১৪ বছরের এক কিশোর নিহত হয়।
১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বিক্ষোভ চলছে মিয়ানমারে।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত ২০টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে।
অধিকার রক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস-এএপিপি এর তথ্যমতে, দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৬১ জন নিহত হয়েছে।