রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ মার্চ, ২০২১ ৫:০০ : অপরাহ্ণ
দুই দিন আগে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু দুই দিন পর নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান আজ শনিবার (২০ মার্চ) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, দুই দিন আগেই কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। আর আজ তার ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশ্যে এলো। এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
টুইটে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।’
শুক্রবার ইমরান খান খাইবার পাখতুনখাওয়ায় যান। সেখানে তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ব্লকের উদ্বোধন করেন এবং ছাত্রদের সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি সোয়াত মোটরওয়েতে যান, সেখানে তিনি সোয়াত এক্সপ্রেসওয়ে টানেলের উদ্বোধন করেন।