রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

শহীদ মিনারে মুজিববর্ষের অনুষ্ঠানে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৪


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ মার্চ, ২০২১ ৯:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের স্বাগত জানাতে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আনন্দ র‌্যালিতে মারামারির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৯ মার্চ) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাউন্ড সিস্টেমে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে সাউন্ড সিস্টেম বন্ধ এবং চালু রাখা নিয়ে ঘটনার সূত্রপাত। সাউন্ড সিস্টেমের দায়িত্বে ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগের কিছু কর্মী। মাইকে বঙ্গবন্ধুকে নিয়েসহ আরও দেশাত্মবোধক কিছু গান বাজছিল। পাশ থেকে ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। সাউন্ড সিস্টেমের নিয়ন্ত্রণ স্থলে ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগের কর্মী সৈয়দ সাব্বির হোসেন জয়। মাইকের গানের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের স্লোগানে সমস্যা সৃষ্টি হলে সাউন্ড সিস্টেমের কাছে এসে তা বন্ধ রাখার কথা জানায় মহানগরের কিছু নেতা-কর্মী। ঢাবি শাখা ছাত্রলীগ কর্মী সাব্বির তা বন্ধ করেননি। এক পর্যায়ে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের নেতৃত্বে তার নেতা-কর্মীরা এসে সাব্বিরকে ধাক্কা দিলে তিনি শহীদ মিনারের বেদিতে পড়ে যান।

সাব্বির একটি গণমাধ্যমকে বলেন, ‘আমাকে ফ্লাইং কিক দিতে দিতে শহীদ মিনারের বেদি থেকে নিচে নামান জুবায়ের ও তার নেতা-কর্মীরা। এসময় তারা একযোগে হামলা চালিয়ে সাউন্ড সিস্টেমগুলো ভেঙে তছনছ করে দেন।’

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সুশৃঙ্খল কর্মসূচিতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাউন্ড সিস্টেম নষ্ট করেছে এবং আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, ‘ওই রকম মারামারি হয়েছে তাও না, আবার একবারে হয়নি তাও বলব না। সাদ্দাম হোসেনের নেতা-কর্মীদের সাউন্ড সিস্টেম কিছুক্ষণ বন্ধ রাখতে অনুরোধ করি, কিন্তু তারা সে অনুরোধ রাখল না। এজন্য একটু কথা কাটাকাটি হয়, একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। সাদ্দাম হোসেনের নেতা-কর্মীদের দ্বারা আমি হামলার শিকার হয়েছি। তারা আমার মুখ ফাটিয়ে দিয়েছে।’

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় একটি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি আমরা ভালোভাবে খোঁজ নিচ্ছি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর