সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

শেখ মুজিব চীনের জনগণের ভালো বন্ধু ছিলেন: শি জিনপিং


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২১ ৮:১৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের জনগণের পুরাতন ও ভালো বন্ধু ছিলেন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আজ বুধবার (১৭ মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত দশ দিনব্যাপী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভিডিও বার্তা পাঠিয়েছেন।

ধারণ করা ভিডিও বক্তব্যে চীনের প্রেসিডেন্ট বলেন, ৫০ বছর আগে শেখ মুজিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি এমনই একজন যিনি তার সারাজীবন দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছিলেন।

শেখ মুজিব চীনের জনগণের ভালো বন্ধু ছিলেন উল্লেখ করে শি জিনপিং বলেন, চীন সফরে গিয়ে আধুনিক চীনের জনক মাও সেতুং এবং জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে চীনের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারুণ কিছু সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ পুনর্গঠন ও উন্নয়নের দিকে মনোযোগী হয়েছে এবং দ্রুত বর্ধনশীল বিশ্বের কাতারে নিজেদের স্থান করে নিয়েছে। ৬ শতাংশের অধিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) মাধ্যমে বাংলাদেশ তার দেশের মানুষের জীবনকে উন্নত করছে এবং বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চীন ও বাংলাদেশের মধ্যেকার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ সবসময়ই বন্ধুপ্রতিম প্রতিবেশি রাষ্ট্র। ঐতিহাসিক সিল্ক রোড দুই দেশের সেই সুসম্পর্কের সাক্ষী হয়ে আছে বছরের পর বছর ধরে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর