শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ বঙ্গবন্ধু: মালদ্বীপ প্রেসিডেন্ট


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২১ ৬:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তী প্রতিটি প্রজন্মের জন্য একজন আদর্শ হয়ে থাকবেন বলে জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ও মুক্তির প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশের জন্য নয়, বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্যও আদর্শ’।

আজ বুধবার (১৭ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মালদ্বীপের প্রেসিডেন্ট এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের গুরুত্ব আলোকপাত করে মোহামেদ সলিহ বলেন, ‘৭ মার্চ ভাষণ বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যে এ ভাষণের গুরুত্ব অনুধাবন করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’এর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।’

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, দু’দেশের সম্পর্ক সুদৃঢ় অবস্থানে রয়েছে। আমরা বাংলাদেশের সাথে সহযোগীতার ভিত্তিতে কাজ করে যাবো। আমাদের দেশের অর্থনীতিতে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। মালদ্বীপে যে সকল বাংলাদেশি আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবো বলে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর