রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২১ ১১:৩৫ : পূর্বাহ্ণ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় তিনজনের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া রোগীদের কেউ দগ্ধ হননি বলে জানা গেছে। যে তিনজন রোগী মারা গেছেন তাঁদের নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তাদেরকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। আগুনের ঘটনার পর তাদেরকে অন্য স্থানে হস্তান্তর করা হয়। সেখানে তারা মারা যান। তাদের কেউ অগ্নিদগ্ধ নন।’
অক্সিজেনের লাইন থেকে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানান হাসপাতালের পরিচালক নাজমুল হক।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমাদের পাঁচটি ইউনিট সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর সেখানে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয় ৷ পরে আমরা আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়।
কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপপরিচালক (উন্নয়ন) নুর হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।