বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২১ ১১:২০ : পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেল স্টেশনের সামনে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।

আজ রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিকরা তখন ফ্লাইওভারের গার্ডার বসানোর কাজ করছিলেন। এ সময় একটি গার্ডার নিচে পড়ে গেলে এক শ্রমিক ছিটকে নিচে পড়ে যান। তখন গার্ডারের উপরে আটকে থাকেন আরো তিন জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আসেন প্রকল্পের কর্মকর্তারাও। এলিভেটেড এক্সসপ্রেসওয়ের এই নির্মাণকাজে বিদেশী শ্রমিকরাও কাজ করছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর