রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মশা নিধন প্রক্রিয়া আধুনিকায়ন করতে হবে: আতিক



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২১ ১০:০০ : অপরাহ্ণ

মশক নিধন প্রক্রিয়া আধুনিকায়ন ছাড়া মশার উপদ্রব কমবে না বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, মাঠপর্যায়ে এসে বুঝতে পেরেছি, মশক নিধন প্রক্রিয়া যে পরিবর্তন করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কীটতত্ত্ববিদদের সঙ্গে আলোচনা করছি, নতুন ভাবে ওষুধ প্রয়োগ করার। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মশার অভিযান করা হবে।

আজ শনিবার (১৩ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা ও সাঁতারকুল অঞ্চলে চলমান সমন্বিত মশা নিধন অভিযান পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

মেয়র আতিক বলেন, মশা নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের মনিটরিংয়ের যথেষ্ট ঘাটতি আছে। আমাদের এখনো সনাতনী পদ্ধতিতে এই মনিটরিং হচ্ছে। এ সব কারণে মশার উপদ্রব বেড়েছে। আমাদের কাউন্সিলর যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, মশা একদিন বা দুই দিনে হয়নি। বর্তমানে কাউন্সিলররা যেভাবে সকাল থেকে কাজ করছে, মশক কর্মীরা যেভাবে কাজ করছে আপনার দেখেছেন, আমি নিজে চেষ্টা করছি, প্রত্যেকটি জায়গায় যাওয়ার জন্য। এ রকম না যে, আমি একটিতে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ঘুমিয়ে আছি। আমরা শতভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কেউ ঘরে বসে নেই, কার্যালয়ে বসে নেই। সারা দিন মাঠ পর্যায়ে সবার সঙ্গে আছি।

আগামী ১৬ই মার্চ পর্যন্ত এ অভিযান চলবে বলে তিনি জানান।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী, মো. শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর