শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বঙ্গভবনে সস্ত্রীক করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ মার্চ, ২০২১ ৬:১৫ : অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ (১০ মার্চ) বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গভবনে তারা টিকা নেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনার টিকা নেয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।

গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া শুরু হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর