সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০, আহত ৩০



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ মার্চ, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার (৫ মার্চ) আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রমালিকানাধীন সংবাদমাধ্যম জানায়, দ্রুতগতির একটি কারগাড়ি হঠাৎ রাস্তা থেকে রেস্তোরাঁয় ঢুকে পড়ে। পরক্ষণেই বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যায়।

সোমালিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রীত রেডিও মোগাদিসু জানিয়েছে, সেখানে একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

আফ্রিকার শিং খ্যাত এলাকার দেশগুলোর সরকার ব্যবস্থা উৎখাত করে নিজেদের শাসন প্রতিষ্ঠায় আল শাবাব সোমালিয়া এবং এর আশপাশে বেশ কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের গাড়ি বোমা হামলা চালায়।

শুক্রবারের হামলাও তারা চালিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও এএফপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর