সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ভয়ংকর একটি শক্তি আড়ালে থেকে প্রতিবাদী কণ্ঠগুলোকে নির্যাতন চালাচ্ছে: ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মার্চ, ২০২১ ৩:৩৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভয়ংকর একটি শক্তি আড়ালে থেকে প্রতিবাদী কণ্ঠগুলোকে ভয়াবহ নির্যাতন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুধু সরকারের সমালোচনা করায় কত মানুষকে ধরে নিয়ে গেছে, তার হিসাব নেই।’

আজ (৬ মার্চ) শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাশে ছাত্র ফোরাম ও উত্তর ছাত্র ফোরাম নামের একটি সংগঠন যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের পত্রিকা খুললে দেখবেন যে, কাটুনিস্ট কিশোর জেল থেকে বেরিয়ে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বুঝা যায় যে, ভয়ংকর একটা শক্তি পেছনে থেকে, এই সরকারের আড়ালে থেকে সরকার স্ক্রিন তৈরি করেছে। সেই ক্রিনের পেছনে থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য অমানবিক নির্যাতন করছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র যেটা আমাদের আত্মা, সেই আত্মাকে তারা ধ্বংস করে দিয়েছে। এরা শুধু নিজেদের ক্ষমতা, দাম্ভিকতা ও দুর্নীতি করে বিত্ত তৈরি করে গোটা জাতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই করি এবং সেই লড়াইয়ের মাধ্যমে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনি। এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম কোথায় ছিলো না। আরেকজন কর্মকর্তা হায়ার করে চার্জশিটে তার নাম দেয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে বিএনপিকে লড়াই করতে হচ্ছে। সাত শতাধিক নেতাকে গুম করা হয়েছে। ৩৫ লাখ মামলা মোকাবিলা করতে হচ্ছে। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।’

তরুণ-যুবকদের ‘এগিয়ে আসার’ আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবকে পরাজিত করি।

বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে এবং বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বক্তব্য দেন।

 

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর