বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ডিজিটাল আইন বিরোধী মতকে দমন করার শক্তিশালী হাতিয়ার: শাহাদাত



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মার্চ, ২০২১ ৯:১৯ : অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘ভয়াবহ কালো আইন’ হিসেবে অভিহিত করে বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘এটি বিরোধী মতের মানুষকে দমন করার একটি শক্তিশালী হাতিয়ার। সাংবাদিক মুসতাককে হত্যা ও কার্টুনিস্ট কিশোরকে নির্যাতন মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’

আজ (৬ মার্চ) শনিবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

কারাগারে লেখক মুশতাক আহমেদ ও নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির আহমেদের মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে কিভাবে কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাকের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। শুধু মুশতাক, মুজাক্কির ও কিশোর নয়, এখন দেশের সব শ্রেণী ও পেশার মানুষ নির্যাতিত ও নিষ্পেষিত। সাংবাদিক, পেশাজীবি, সাধারণ মানুষ কেউ এ সরকারের ছোবল থেকে রেহাই পাচ্ছে না।’

সমাবেশে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘আজ কেউ কথা বলতে পারে না। কেউ লিখতে পারে না। এই সরকার সম্পূর্ণভাবে একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। তবে নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। তাদের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর