রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ মার্চ, ২০২১ ১০:০০ : অপরাহ্ণ
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রধানমন্ত্রীর এক ঘনিষ্টজনকে বলেছেন ‘নোয়াখালী চালাই আমি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সারা নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের সাহেবের ভাই মির্জা কাদের সারা দিন-রাত বাঘ, বাঘ, বাঘ করতেছিল। সে প্রথম আমাকে দিয়ে শুরু করেছে। যাইতে যাইতে সে তার ভাবি এবং ওয়ায়দুল কাদেরসহ বাংলাদেশের কোনো নেতাকে বাদ রাখেনি। শেষ পর্যন্ত নেত্রীকে নিয়েও বলেছে।’
শুক্রবার (৫ মার্চ) দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘গত ছয় দিন আমি ঢাকাতে ছিলাম। আমি নেত্রীকে কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি উনি ম্যাসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সাথে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এত ভালো জানেন, আপনি কেন ঢাকায় আছেন? আমি বলেছি, আমাদের কমিটিটা দরকার।’
‘তিনি আমাকে প্রশ্ন করেছেন যে, নোয়াখালী চালায় কে? আমি বলেছি, নোয়াখালী চালাই আমি। তিনি আমাকে বলেছেন, নেত্রী কি আপনাকে চালাতে না করেছেন? আমি বলেছি, না। তিনি আমাকে বলেছেন, নেত্রী জানেন আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন,’-বলেন একরাম চৌধুরী।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র কাদের মির্জা শুরু থেকেই নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরীর পাশাপাশি ফেনীর স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধেও বিষোদগার করে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চর আমান ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।