শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

মশাল মিছিল শেষে রিজভী বললেন, সরকার পতনের ঘণ্টা বেজে গেছে



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ মার্চ, ২০২১ ১০:৩০ : অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। মশাল মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’

আজ (৫ মার্চ) শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারি হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মশাল মিছিলটি শংকর বাসস্ট্যান্ড এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত যায়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর কী বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না।’

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্ত হলেও তিনি এখন গৃহবন্দি। আমরা অবিলম্বে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর