রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ মার্চ, ২০২১ ২:২৭ : অপরাহ্ণ
বিএনপি রাস্তায় নামুক অথবা না নামুক এই সরকারের পতন হবেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে তিনি বিএনপির আন্দোলন কী কারণে সফল হয়নি তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন।
আজ (৫ মার্চ) শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ, বাংলাদেশের ভবিষ্যত কোন পথে?’ শীর্ষক এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, ‘সরকার নানাভাবে বিএপিকে মূল দাবি থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। এই সরকার জনগণের কল্যাণে কোনও কাজ করছে না।’
সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্ররক্ষার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ভুলত্রুটি সংশোধন করে সুষ্ঠু নির্বাচনে দাবিতে
আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
সত্যিকারের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করলে আন্দোলনে সফলতা আসবে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।