শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

কোথায় দুই অস্ত্রধারী সন্ত্রাসী, ১ মাসেও খোঁজ পায়নি পুলিশ



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ মার্চ, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুই অস্ত্রধারী সন্ত্রাসী নিজাম খান ও ছাত্রলীগ নেতা আ ফ ম সাইফুদ্দিনের এক মাসেও খোঁজ পায়নি পুলিশ। গত ২৮ জানুয়ারি নগরীর ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের বংশাল পাড়ায় নিজাম খান স্থানীয় এক ব্যক্তির বাসায় কয়েক রাউন্ড গুলি ছুড়েছিলেন। ওই দিন তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিল পুলিশ। গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন পাথরঘাটা এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়েছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আ ফ ম সাইফুদ্দিন।

নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানার ওসির ভাষায়-দুই অস্ত্রধারী সন্ত্রাসী পলাতক। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ দুই থানার পুলিশ গত এক মাসে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছেন। কিন্তু এ দুই অস্ত্রধারী সন্ত্রাসীর নাগাল তারা পাচ্ছেন না।

সিটি করপোরেশনের ভোটের দিন (২৭ জানুয়ারি) ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি গলি থেকে বের হয়ে কালো প্যান্ট, হলুদ-কালো জ্যাকেট পরা এক যুবক প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। তখন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি তার কর্মী-সমর্থকদের নিয়ে ওই যুবককে ধাওয়া দিলে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের গুলি ছোঁড়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে পুলিশ সনাক্ত করে, ওই যুবক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আ ফ ম সাইফুদ্দিন।

অস্ত্রধারী ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন দেশের বাইরে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি রাজনীতি সংবাদকে বলেন, বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, সাইফুদ্দিন দেশের বাইরে পালিয়ে গেছেন। এরপরও বিভিন্ন স্থানে আমাদের নজরদারী রয়েছে।

আ ফ ম সাইফুদ্দিন নগরীর সিটি কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। তিনি থাকেন নগরীর পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলিতে।

সাইফুদ্দিন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর পুলক খাস্তগীরের অনুসারী হিসেবে পরিচিত।

গত ২৮ জানুয়ারি নগরীর ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের বংশাল পাড়ায় সন্ত্রাসী নিজাম খান মাদক ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় শাহ আলম নামের এক ব্যক্তির বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ত্রাসী নিজাম খানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র কারখানার সন্ধান পায়। তার বাড়ি থেকে দুইটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি এয়ার গান, অস্ত্র তৈরির ডায়াগ্রামসহ বিভিন্ন ধরনের লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ডবলমুরিং থানায় নিজাম খান ও তার স্ত্রী মেহেরুন নেসা মুক্তার বিরুদ্ধে একটি মামলা হয়। পুলিশ অভিযানের সময় মেহেরুন নেসা মুক্তাকে আটক করে। কিন্তু সন্ত্রাসী নিজাম পালিয়ে যায়।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ‘আলোচিত’ ওসি মোহাম্মদ মহসিন গত এক মাসেও সন্ত্রাসী নিজাম খানের খোঁজ পায়নি!

মোহাম্মদ মহসিন রাজনীতি সংবাদকে বলেন, ‘নিজাম খান পলাতক। আমরা তাকে খুঁজতেছি।’

সন্ত্রাসী নিজাম খান ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি পাঠানটুলী ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জাবেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। সিটি করপোরেশন নির্বাচনের সময় নিজাম খান এলাকায় প্রভাব বিস্তার করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর