শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ মার্চ, ২০২১ ৬:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।

দেশে ব্যাপক হারে করোনার টিকা দেয়া শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। এর আগে, ২৭ জানুয়ারি ২৬ জনকে টিকা দেয়ার মাধ্যমে টিকা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণটিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত দেশে ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন করোনার টিকা নিয়েছেন।

শুরুতেই কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকে নেননি এ নিয়ে বিরোধী রাজনৈতিক পক্ষ বারবার প্রশ্ন তুলেছে। উদ্বোধনের দিন তার জবাবও দেন সরকারপ্রধান। তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে এমন কিছু মানুষ আছে, যারা সমস্ত কিছুর প্রতি নেতিবাচক মনোভাব দেখান। যদিও সাধারণ মানুষ তাদের কাছ থেকে কোনো সহায়তা পান না, তারা যেকোনো কাজ নিয়ে বিরূপভাবে সমালোচনা করেন এবং এ নিয়ে জনগণের মধ্যে সন্দেহ, ভয় ও আতঙ্ক তৈরি করেন। এটি তাদের অভ্যাস।’

এরপর গত ২৭ ফেব্রুয়ারি করোনা পরিস্থিতির মধ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। সেদিনও টিকা গ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বঙ্গবন্ধুকন্যা।

সেদিন শেখ হাসিনা বলেন, ‘করোনার টিকা আমি অবশ্যই নেব। আগে আমার দেশের সব মানুষকে দেওয়া হোক। দেশের কতভাগ মানুষকে দিতে পারলাম, নিতে পারল, সেটা আগে দেখতে চাই। আমার একটি টিকা না নেওয়ার কারণে যদি আরও একটি প্রাণ বাঁচে, সেটা ভালো, তাই না?’

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘আমার তো ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নাই। জীবন-মৃত্যুর তো বিশ্বাস নাই। যে কোনো সময় যে কেউ মারা যেতে পারি। আমাদের একটি নির্দিষ্ট টার্গেট আছে। ওই টার্গেটে পৌঁছানোর পর টিকা আমারটা আমি নেব। যদি টিকা সবাইকে দেওয়ার পর থাকে, তাহলে দেব।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর