রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান: প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো বিএনপি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলেক্ষ্যে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। আজ (২৭ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াতপত্র দিতে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

প্রধানমন্ত্রীর পক্ষে দাওয়াত কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল করিম কাওসার এবং অফিস সহকারী মাসুদ আহমেদ।

প্রতিনিধি দলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দাওয়াত কার্ড দিয়ে এসেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ওইদিন রাজধানীর হোটেল লেকশোরে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর