রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১১ : অপরাহ্ণ
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (ডিজি) মোস্তেফা স্যোউয়াগসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ (১৭ ফেব্রুয়ারি) বুধবার মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন-তাসনিম খলিল, সায়ের জুলকার নাইন ও ডেভিড বার্গম্যান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এটি রাষ্ট্রদ্রোহের সামিল।
গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আলজাজিরার ওই প্রতিবেদন প্রচারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।