মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

আল জাজিরার ডিজিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (ডিজি) মোস্তেফা স্যোউয়াগসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ (১৭ ফেব্রুয়ারি) বুধবার মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন-তাসনিম খলিল, সায়ের জুলকার নাইন ও ডেভিড বার্গম্যান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এটি রাষ্ট্রদ্রোহের সামিল।

গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আলজাজিরার ওই প্রতিবেদন প্রচারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর