সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

কঙ্গোতে যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ

আফ্রিকা মহাদেশের রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

স্টিভ বিকায়ি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭০০ জন যাত্রী ছিলেন। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে ডুবে গেছে।

এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে।

রোববার রাতে নৌকাটি রাজধানী কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল।

স্টিভ বিকায়ি বলেন, অতিরিক্ত মালামাল ও ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কারণেই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর