রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১০ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার একটি রেলবস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ চালায়। প্রায় চারঘণ্টা পর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বস্তির একটি ঘর থেকে নওশা নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই বৃদ্ধা অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে যায়। আজ সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বস্তির প্রায় ৫০ টি ঘর আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।