মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ | ২০ অগ্রহায়ণ, ১৪৩০ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ভয় কেটে গেছে, আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে সবাই টিকা নিচ্ছে : প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১:০০ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে ভয় কেটে গেছে। প্রথম দিকে দ্বিধা-দ্বন্দ্বে থাকলেও সাধারণ মানুষ এখন আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে। সবার জন্য টিকা নিশ্চিতে সরকার কাজ করছে।’

আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার সকালে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘টিকা নেওয়ার ব্যাপারে অনেকের মধ্যেই অনেক দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তবে সাহসী ভূমিকা রেখেছেন আমাদের কুমুদিনি হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা। তাঁকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে আসছে টিকা নিতে।’

মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ দিয়েছি। এসব পদক্ষেপের ফলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ রয়েছে।’

কয়েক যুগ ধরে বাংলাদেশের চিকিৎসা সেবায় বিশেষ করে আর্তমানবতার সেবায় অবদান রাখায় কুমুদিনি ট্রাস্টকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন


আরও খবর