শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’ ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২:২০ অপরাহ্ণ

আজ ভালোবাসার দিন। দিবসটি উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন।

আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার দুপুর সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এরপর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

এ রিপোর্ট লেখার সময় দুপুর সোয়া দুইটা পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ২ হাজার ৮০০ মানুষ শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ৩ হাজার ৪০০ জন।

পোস্টটিতে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছেন। ৭ হাজার জনের বেশি নেটিজেন লাইক ও সাড়ে ৪ হাজার জনের বেশি লাভ রিয়্যাক্ট দিয়েছেন। প্রতি মুহূর্তেই বাড়ছে লাইক ও শেয়ারের সংখ্যা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর