রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২১ ৭:২০ : অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হককে সিলেটের একটি মাহফিলে আসার অনুমতি দিয়েছে প্রশাসন। আজ (১৩ ফেব্রুয়ারি) সিলেটের কওমি মাদ্রাসা জামেয়া মাদানিয়া কাজিরবাজারের ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান সমাপ্ত করবেন।
এদিকে আজ রাতে সিলেটের সুনামগঞ্জের ছাতকে জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনেও প্রধান অতিথি হিসেবে মাওলানা মামুনুল হক উপস্থিত থাকার কথা রযেছে। তবে প্রশাসনের অনুমতি নিয়ে দ্বিধায় রয়েছেন আয়োজকরা। আয়োজনকারীরা অবশ্য বলেছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। মামুনুল হককে সুরক্ষা দিতে ২০০ যুবকের স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয়েছে।
তবে পুলিশ বলেছে, বিতর্কিত মাওলানা মামুনুল হককে প্রতিহত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।