রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০০ : অপরাহ্ণ
খাগড়াছড়িতে একই পরিবাররের ৩টি আধাপাকা বাড়ি আগুনে পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান (৩৫) নামে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদরের কলেজপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটে।
নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।
নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, ‘একটি আগুনে পোড়া লাশ পেয়েছি। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।’
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, রাত আনুমানিক ১২টার দিকে তাদের ঘরে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক প্রভাষক মারা গেছেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।