বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অন্যান্য দল

বঙ্গবন্ধুর খুনিদের ভারতই মদদ দিয়েছে, বিস্ফোরক অভিযোগ ডা. জাফরুল্লাহর



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ফেব্রুয়ারি, ২০২১ ৯:০০ : অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ভারতই মদদ দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ভারতের কারণেই ১৯৭৫ হয়েছে। শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানীর পদতলে একটু হলেও বসেছিলেন বলে তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানের হাত থেকে রেহাই পেলেও ভারতের হাত থেকে রেহাই পাওয়া যাবে না।’

আজ (৮ ফেব্রুয়ারি) সোমবার পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে ভাসানী প‌রিষ‌দের উদ্যোগে ভাসানীর কাগমারী সম্মেলনের ৬৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘যখন এ দেশের কৃষক পেঁয়াজ উৎপাদন করে, তখন ভারত পেঁয়াজ বাংলাদেশে ছাড়ে। যখন দাম উঠতে থাকে, তখন তারা গলাটিপে ধরে। ভারত চারদিক থেকে আমাদের কণ্ঠরোধ করছে। এই কণ্ঠরোধের পাশাপাশি তারা এর একটা মেসেজ দিচ্ছে- সাবধান হও, তা না হলে তোমাদের অবস্থা হবে সিকিম ও কাশ্মীরের মতো। তবে আমরা যদি মাওলানা ভাসানীর পথ অনুসরণ করি, তাহলে ভারতকে টেক্কা দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘ভারত একটি অন্যায়কারী রাষ্ট্র, এই রাষ্ট্র কখনও টিকে থাকতে পারবে না। এই রাষ্ট্র ভাগ হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। একযুগ, বড়জোর দুই যুগ।’

বিএনপির কাছে প্রস্তাব রেখে জাফরুল্লাহ বলেন, ‘যদি আপনাদের জাগতে হয়, তাহলে তিনটি ছবির মধ্যে দুটি ছবি বাদ দিয়ে মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানকে রাখেন। তবেই আপনাদের পক্ষে আন্দোলন করাটা সহজ হবে। কেননা মাওলানার ভাসানীর ছবি থাকলে আপনাদের কোনও ক্ষতি হবে না। দেশবাসী আস্থা পাবে। দেশবাসী বিশ্বাস করবে। আপনারা মাওলানা ভাসানীর আদর্শে আছেন। সেখানে মাওলানা ভাসানীর এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবি থাকবে।’

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য হারুনুর-অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ঢা‌বির সা‌বেক ভিপি নুরুল হক নুরু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, কৃষক দ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

সূত্র: এনটিভি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর